শক্তি বাড়িয়ে রাজ্যের দিকে ক্রমশ এগিয়ে আসছে আমফান। ঘূর্ণিঝড় রুখতে তৎপর প্রশাসন। নজরদারির অংশ হিসাবে বিশ্বের বৃহত্তম ওভারহেড রিজার্ভার টালা ট্যাঙ্কের দিকে লক্ষ্য রাখা হচ্ছে। টালা ট্যাঙ্কের সংস্করণের জন্য ফ্রান্স থেকে ২ কোটি টাকা খরচ করে একটি ক্রেন কেনা হয়েছে। ১৩০ ফিট লম্বা ক্রেনটি ট্যাঙ্কের ৪০ ফুট গভীর পর্যন্ত গিয়ে কাজ করতে পারে। তবে আমফান মোকাবিলায়
ওই ক্রেন কতটা কার্যকরী হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।
পুরসভার আধিকারিকরা জানান, ক্রেনটিকে ফ্লেক্সিবল করে দেওয়া হয়েছে। যাতে ঝড়ের সঙ্গে নিজেকে যুঝতে পারে। প্রস্থের অংশটিকে আলগা করে ট্যাঙ্কের ছাদে শুইয়ে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে ট্যাংকের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। তবে পুরসভার আধিকারিকদের বক্তব্য, ইস্পাতের কাঠামোর কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে।





























































































































