শুক্রবার ভিডিও বৈঠকে সোনিয়া, মমতাসহ বিরোধীরা

0
2

শুক্রবার বড় ইভেন্ট।

বিকেল তিনটেয় ভিডিও বৈঠকে বসছেন দেশের বিরোধী নেতানেত্রীরা। থাকবেন সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, স্টালিন, সীতারাম ইয়েচুরি প্রমুখ। করোনাআবহে কী কী করণীয়, তা নিয়ে আলোচনা হবে। কেন্দ্রের কাছে তাঁরা কী আশা করেন, তা নিয়েও কথা হবে। দেশের বিরোধী নেতাদের এই বৈঠক নিয়ে জল্পনা বাড়ছে।