কোভিড হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্স থেকে আক্রান্ত রোগী পালানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার পীরগাছার সারাবেরিয়ার কাছে। সূত্রের খবর, করোনা আক্রান্ত সন্দেশ খালি 2-এর ওই বাসিন্দাকে নিয়ে বারাসতের কদম্বগাছি কোভিট হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন স্বাস্থ্যকর্মীরা। সারাবেরিয়া কাছে প্রস্রাব করার নাম করে নামেন ওই আক্রান্ত। তারপরই স্বাস্থ্যকর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। ইতিমধ্যে পুলিশে খবর দেওয়া হয়। এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি, ওই এলাকা সহ হেমন্ত বসু নগর ও পার্শ্ববর্তী এলাকার মানুষদের আক্রান্ত ব্যক্তি সম্পর্কে ছবি দেখিয়ে সচেতন করে প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়াে হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।





























































































































