আটের দশকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দূরদর্শনে তৈরি হয়েছিল “মিলে সুর মেরা তুমহারা”। সেই স্মৃতি উস্কে এই লকডাউনে পরিস্থিতিতে একটি মিউজিক ভিডিও রিলিজ হল ইউটিউবে, অ্যালবামটির নাম ‘জয়তু জয়তু ভারতম’। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। কিন্তু একদিন জয় হবে ভারতের। বিভিন্ন রাজ্যের শিল্পীরা নিজেদের ভাষায় সেই গান গেয়েছেন। ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেল শেয়ার করেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। পোস্টে তিনি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতের পরিকল্পনাকে বাস্তবায়িত করার বার্তা নিয়ে এই অ্যালবাম।
211 জন শিল্পী গান গেয়েছেন এতে। শুরু হচ্ছে আশা ভোঁসলের গান দিয়ে। এরপর কবিতা কৃষ্ণমূর্তি থেকে আলকা ইয়াগ্নিক, অনুরাধা পাড়োয়াল, শংকর মহাদেবন, পঙ্কজ উধাস, হরিহরণ, সোনু নিগাম-কে নেই। অ্যালবামে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন কুমার শান, উষা উত্থুপ, কৌশিকী চক্রবর্তী, শান এবং জলি মুখোপাধ্যায়। গানটি লিখেছেন প্রসূন যোশি। সঙ্গীত পরিচালনা করেছেন শংকর মহাদেবন। ইন্ডিয়ান সিঙ্গার রাইটস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ভিডিওটি রিলিজ করা হয়েছে। আর প্রত্যাশা মতোই রিলিজের পরেই ভাইরাল হয়েছে সেটি।
नमस्कार.हमारे ISRA के बहुत गुणी २११ कलाकारोंने एक होकर आत्मनिर्भर भारत की भावना से प्रेरित इस गीत का निर्माण किया है ,जो पूरे भारत की जनता को और हमारे आदरणीय प्रधानमंत्री नरेंद्रभाई मोदीजी को हम अर्पण करते हैं.जयतु भारतम् @narendramodi ,@SangeetSetuIn https://t.co/qixHaq0AV2
— Lata Mangeshkar (@mangeshkarlata) May 17, 2020




























































































































