কী করবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার? মাথায় হাত! কারণ, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা তাঁর চার দেহরক্ষী করোনায় আক্রান্ত, কোভিড পজেটিভ। ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী কী করবেন? তিনি কি কোয়ারেন্টাইনে যাবেন? সে নিয়ে চলছে জল্পনা। মুখ্যমন্ত্রী আপাতত তাঁর বাসভবন থেকে বের হচ্ছেন না। ডাক্তাররা তাঁকে সর্বক্ষণের জন্য পর্যবেক্ষণে রেখেছেন।































































































































