মহেশতলায় হ্যান্ড স্যানিটাইজার কারখানায় বিধ্বংসী আগুন, বিরাট ক্ষতির সম্ভাবনা

0
2

ফের অগ্নিকাণ্ডের ঘটনা এবার দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত বেনের পোলে একটি নারকেল তেল, হ্যান্ড স্যানিটাইজার, পাম অয়েল তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। জানা গিয়েছে, কারখানার তিনতলার গোডাউনে আগুন লাগে। মূলত, দাহ্য পদার্থের কারখানা হওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ে।

আজ, রবিবার কারখানা বন্ধ থাকায় নিরাপত্তারক্ষীই প্রথম আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনটি ইঞ্জিন আগুন নেওয়ার কাজ করছে।

দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা না যায়নি। তবে দাহ্য পদার্থের কারখানা হওয়ায় ভালো রকমের ক্ষতির সম্ভাবনা রয়েছে।