লকডাউনে কাজ নেই। এদিকে ঋণের দায়ে জর্জরিত। শেষমেষ আত্মহত্যার পথ বেছে নিলেন টিভি অভিনেতা মনমীত গ্রেওয়াল। বয়স হয়েছিল ৩২ বছর।
শুক্রবার রাতে নভি মুম্বইয়ের আবাসনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মনমীত। মনমীতের বন্ধু মনজিত সিং বলেন, শুক্রবার সন্ধ্যায় স্ত্রী রান্নাঘরে কাজে ব্যস্ত থাকার সুযোগে ঘরের দরজা বন্ধ করে দেন মনমীত। কিছুক্ষণ পর ঘরে ঢুকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান অভিনেতার স্ত্রী। এই অবস্থায় চিৎকার করে সাহায্য চাইতে থাকেন মনমীতের স্ত্রী। প্রতিবেশীরা ছুটে এলেও করোনা সংক্রমণ হয়েছে ভেবে কেউ ফাঁস খুলতে চাননি। এক নিরাপত্তারক্ষী এসে ফাঁস খুলে দেহ উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মনমীতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
স্থানীয় থানার আধিকারিক জানান, লকডাউনের জেরে কাজ ছিল না তাঁর। এদিকে বাজারে তাঁর প্রচুর ধারও ছিল। বাড়ি ভাড়া হিসেবে মাসিক ৮,৫০০ টাকাও তিনি জোগাড় করতে পারেননি। স্ত্রীর গয়না বন্ধক রাখলেও বেশি দিন খরচ সামলানো যায়নি।