চরম সতর্কতার মাঝে মধ্যশিক্ষা পর্ষদ অফিসে চরম ব্যস্ততা

0
2

মধ্যশিক্ষা পর্ষদ ভবনে কর্মব্যস্ততা বাড়ল। প্রবেশের মুখেই বসল স্যানিটাইজ মেশিন। কর্মী যাতায়াত বেড়েছে। অফিসে কার্যত নিঃশ্বাস ফেলার সময় নেই সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়ের। দ্রুত মাধ্যমিকের ফল বের করতে তিনি ব্যস্ত। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে পরীক্ষকরা আসছেন। খাতা জমা পড়া চলছে। অনেকে বাইরে আটকে রয়েছেন। কী করে তাঁদের কাছে পৌঁছানো যায় তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পর্ষদ সভাপতি জানাচ্ছেন, পর্ষদ কর্মীরা স্যানিটাইজ মেশিনের মাঝখান দিয়ে আসছেন। স্যানিটাইজ করা হচ্ছে হাত। মাস্ক বাধ্যতামূলক। যে খাতা বা অফিস অর্ডার হাতে হাতে ঘুরছে, সেইগুলিও স্যানিটাইজ করা হচ্ছে। ফলে সাবধানতার মোড়কে পর্ষদ জুনে ফল বের করতে মরিয়া।