জয়নগর পুরসভায় প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান হয়েছেন বিদায়ী পুরপ্রধান সুজিত সরখেল। বাংলার একমাত্র কংগ্রেসশাসিত পুরবোর্ড এটি। এখন প্রশাসকমন্ডলীতে বিরোধী তৃণমূল দুই পুরপিতাকে ঢোকানো হয়েছে। সুজিত স্বাগত জানিয়ে বলেছেন স্বচ্ছতা রাখতে বিরোধীরা স্বাগত। কিন্তু সব পুরসভা ও পুরনিগমে ক্ষেত্রে এক নীতি থাকা উচিত। উল্লেখ্য, কলকাতা পুরসভার পরিচালকমন্ডলীতে কোনো বিরোধী পুরপিতা নেই। সুজিত পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি লিখে বলেছেন আমার এখানে বিরোধীরা স্বাগত। কিন্তু একই রাজ্যে একই বিষয়ে একই নীতি থাকা উচিত।






























































































































