সারা বিশ্বে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে করোনা আক্রান্তের খোঁজ পাওয়ার আরও এক উপায় বের করতে চলেছে বরিস জনসনের সরকার। এবার মানব শরীরে নভেল করোনাভাইরাস খুঁজবে প্রশিক্ষিত কুকুর। যথারীতি শনিবার থেকেই এর ট্রায়াল শুরু করে দিয়েছে ব্রিটেন সরকার। মেডিক্যাল ডিটেকশন কুকুরদের ঘ্রাণশক্তিকে এই কাজে ব্যবহার করা হবে। ইতিমধ্যে কুকুরের ঘ্রাণশক্তিকে ব্যবহার করে ক্যান্সার, ম্যালেরিয়া, পারকিনসনে আক্রান্ত রোগীদের খোঁজা সম্ভব হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ট্রায়াল সফল হলে, সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে। ট্রায়ালের প্রথম ধাপের দায়িত্বে রয়েছেন লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা। তাঁদের সাহায্য করবে চ্যারিটি মেডিক্যাল ডিটেকশন ডগস ও ডুরহাম বিশ্ববিদ্যালয়। এই ট্রায়ালের জন্য ইতিমধ্যে বরিস জনসন সরকার ৫ লক্ষ পাউন্ড বরাদ্দ করছে।
ব্রিটেনের স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, প্রথম ধাপে করোনায় আক্রান্ত ও সুস্থ মানুষের গায়ের গন্ধের নমুনা জোগাড় করবেন ন্যাশনাল হেল্থ সার্ভিসের কর্মীরা। এরপর ছ’টি বায়ো ডিটেকশন কুকুরকে সেগুলি দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। গবেষকদের আশা, এই ট্রায়াল সফল হলে উপসর্গ দেখা দেওয়ার আগেই আক্রান্তকে চিহ্নিত করা যাবে। গবেষকরা এই উদ্দেশ্যে সফল হলে বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর গুলি ঘণ্টায় ২৫০ করোনা আক্রান্তকে খুঁজে বার করবে।
ইতিমধ্যেই ব্রিটেনে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি, মৃত্যু হয়েছে প্রায় ৩৪ হাজার মানুষের।




























































































































