করোনা আতঙ্কে ভুগছে গোটা দেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। দু’দিন আগেই ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যাটা ছিল ২৫ হাজারে। এক ধাক্কায় শনিবার সেটা পৌঁছে গিয়েছে ৩০ হাজারে। একা মুম্বইতে করোনা সংক্রামিত ১৮ হাজার ৫৫৫ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছেন, গত ২৪ ঘণ্টায় ১৬০৬টি নতুন সংক্রমণ ধরা পড়েছে মহারাষ্ট্রে, যার মধ্যে মুম্বইতেই একদিনে কোভিড পজিটিভ ৮৮৪ জন। সংক্রমণের নিরিখে রেকর্ড ভেঙেই চলেছে মহারাষ্ট্র। একদিনে করোনা সংক্রমণে মৃত্যুও হয়েছে ৬৭ জনের।
মহারাষ্ট্রে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছে মুম্বই। শুধুমাত্র মুম্বইতেই ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৯৬ জনের, তার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১ জন। এই পরিস্থিতিতে রাজ্যের লকডাউন বাড়ানোর কথা ভাবছে সরকার। মনে করা হচ্ছে ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ভাবছে মহারাষ্ট্র সরকার।































































































































