লকডাউনের মধ্যে শুটআউট বসিরহাটে

0
2
প্রতীকী

লকডাউনের মধ্যে শুটআউটের ঘটনা ঘটল রাজ্যে।বসিরহাটের এক মুরগি ব্যবসায়ীকে গুলিতে ঝাঁজরা করে দিল দুষ্কৃতীরা। শনিবার সকালে ওই ব্যবসায়ী দোকান খুলতেই ঘটেছে এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বসিরহাট থানার ১৪ নম্বর ওয়ার্ডের চাঁপাপুকুর রোডের বাসিন্দা শুভঙ্কর দাস। বছর ২৭ এর ওই যুবক প্রতিদিনের মতোই শনিবার সকালে দোকান খোলেন। এরপরই বাইকে ২ যুবক তাঁর দোকানে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবকদের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন শুভঙ্কর। এরপরই পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় অভিযুক্তরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছে পুলিশ।

তবে কী কারণে এই খুন তা অবশ্য এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতা থেকেও এই ঘটনা ঘটতে পারে। কারণ আগে একাধিক অসামাজিক কাজে নাম জড়িয়ে রয়েছে শুভঙ্করের। এই খুনের পেছনে কোন রহস্য লুকিয়ে আছে তার তদন্তে নেমেছে পুলিশ। একইসঙ্গে খোঁজ চলছে অভিযুক্তদের।