‘আত্মনির্ভর ভারত’ আর্থিক প্যাকেজে চতুর্থ দফায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
ঘোষণা :
শিল্পের জন্য প্রয়োজনীয় খনিজ ব্লকেরও নিলাম করা হবে৷ দেশে যথেষ্ট পরিমাণ খনিজ মজুত আছে৷ খনি- উন্নয়ন, উৎপাদন উত্তোলনের ক্ষেত্রে সিঙ্গল উইন্ডো সিস্টেম হবে৷ সরকারি-বেসরকারি সংস্থাকে উত্তোলন এবং উৎপাদন একই সংস্থাকে বরাত দেওয়া হবে৷