রাজ্যপালের পরামর্শদাতা কি না তৃণমূলের প্রাক্তন মেয়র!

0
3

রাজ্য-রাজ্যপাল সাপে-নেউলে সম্পর্ক। কিন্তু তার মাঝেই মুখ্যমন্ত্রীর একসময়ের অন্যতম আস্থাভাজনকে গুরুদায়িত্ব দিলেন রাজ্যপাল! জগদীপ ধনকড় তাঁর চিকিৎসা পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছেন হাওড়ার প্রাক্তন মেয়র ও বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক রথীন চক্রবর্তীকে। গত মাসের ২৭ তারিখেই মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট অফ গভর্নর নিয়োগ হয়েছে। খবরটি প্রকাশ্যে আসে আরও পরে।

রথীন চক্রবর্তী প্রয়াত প্রখ্যাত চিকিৎসক ভোলানাথ চক্রবর্তীর সুযোগ্য সন্তান। তিনি ভোটে জিতে হাওড়ার মেয়র হন। পাঁচ বছরের মেয়াদ শেষ হলে তিনি প্রশাসক হন। সেই মেয়াদও শেষ হয়ে যায়, কিন্তু হাওড়ায় পুর ভোট এখনও হয়নি।

কিন্তু প্রশ্ন হলো একজন আপাদমস্তক তৃণমূল নেতাকে কোন অঙ্কে এই পদে বসালেন রাজ্যপাল? আর তৃণমূলই বা এই সিদ্ধান্ত মেনে নিল কোন অঙ্কে? জল্পনা তুঙ্গে। রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল তাঁর পরামর্শদাতা হিসাবে অন্যতম সেরা মানুষটিকে বসাতে চেয়েছেন। রাজ্যের শাসক দলের কাছে তিনি বরং বার্তা দিতে চান, কাজের ক্ষেত্রে কোনও রাজনীতি, রঙ দেখতে চান না। যোগ্য লোককে সম্মান দিতে চান। আর পাল্টা তৃণমূলও ব্যাপারটিকে বিশেষ আমল না দিয়ে দেখিয়ে দিতে চায়, প্রয়োজনে শাসকদলও কতখানি উদার হতে পারে। যার সঙ্গে সকাল-বিকেল দ্বন্দ্ব, তিনি পরামর্শদাতা চাইলে সেরা ব্যক্তিকে সামনে রাখতে কসুর করে না তৃণমূল, রাজনীতি সেখানে প্রাধান্য পায় না।