চমকে দেওয়া সিদ্ধান্ত। এবং তারিফ করার মতো ঘটনা। দীর্ঘদিন পর সদ্য জেলমুক্ত ছত্রধর মাহাতো। আর তার কয়েক মাসের মাথায় তার স্ত্রী নিয়তি মাহাতোকে সরকারি পদ দিয়ে সম্মানিত করল রাজ্য সরকার। রাজ্যের নারী, শিশুকল্যাণ ও সমাজকল্যাণ দফতরের সরকার মনোনীত সদস্য হলেন নিয়তি। কাজ ঝাড়্গ্রাম, লালগড় ও তার আশপাশের নারী, শিশুকল্যাণ ও সমাজকল্যাণ দফতরের কাজকর্মের নজরদারি করা। প্রয়োজনে আধিকারিকদের পরামর্শ দেবেন।
ইতিমধ্যে চিঠি পৌঁছে গিয়েছে নিয়তির হাতে। পশ্চিমবঙ্গ সমাজ কল্যাণ দফতরের চেয়ার পার্সন সুরঞ্জনা চক্রবর্তী জনিয়েছেন, এক সদস্যের মৃত্যুতে একটি জায়গা ফাঁকা হয়েছিল। সেখানেই নিয়তি মাহাতোকে নেওয়া হয়েছে। কেন্দ্রের সমাজকল্যাণ পর্ষদের অধীন রাজ্যের এই পর্ষদের পদের মেয়াদ সর্বোচ্চ ৬ বছর।
এই সম্মানে খুশি বিতর্কিত ছত্রধর মাহাতো। বলছেন, লকডাউনের মাঝে এই পদপ্রাপ্তি দারুণ খুশির খবর। এবার সরকারিভাবে মানুষের কাজ করতে পারবে। ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে। কী কাজ করতে হবে লকডাউন মিটলেই কলকাতায় গিয়ে জেনে আসবেন নিয়তি।