বাড়ি ফিরতে চেয়ে ফের মৃত্যুর গ্রাসে পরিযায়ী শ্রমিকরা। পথ দুর্ঘটনায় মৃত্যু হল 24 জনের, আহত অনেক। উত্তরপ্রদেশের আউরাইয়া এলাকায় ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজস্থান একটি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন ওই পরিযায়ী শ্রমিকেরা। তাঁদের বেশিরভাগই পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও বাসিন্দা। শুক্রবার মধ্যরাতে উত্তরপ্রদেশের আউরাইয়াতে অন্য একটি ট্রাকের সঙ্গে পরিযায়ী শ্রমিকদের ট্রাকের সংঘর্ষ হয়।
আউরাইয়ার ডিএম আভিষেক সিং জানান, রাত সাড়ে ৩ টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ২৪ জনের মৃত্যু হয়, আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।































































































































