আগামী সোমবার থেকে রাজ্যজুড়ে চালু হবে বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা। তবে ভাড়া বাড়ছে কয়েক গুণ। এতদিন বাসে উঠলে যা ভাড়া দিতে হত, এখন তার তিন গুণ ভাড়া দিতে হবে। বাস মালিকদের তরফে নয়া ভাড়ার যে প্রস্তাব পরিবহণ দফতরকে দেওয়া হয়েছে, সেটাই চূড়ান্ত হতে চলেছে বলে সূত্রের খবর।
সরকারি বাস আগেই পথে নেমেছে। এ বার ধাপে ধাপে বেসরকারি বাস, মিনিবাস, ট্যাক্সি এবং অটোও পথে নামতে চলেছে। বাসের ভাড়া তিন গুণ বাড়ার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও ভাড়া বাড়ছে।
দু’দিন আগেই বাস-মিনিবাস সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাড়া কী হবে, তা বাস মালিকদের উপরেই ছেড়ে দেন তিনি। সেই বৈঠকের পরই নয়া ভাড়ার প্রস্তাব-তালিকা পৌঁছে গেল পরিবহণ দফতরে। সরকারের তরফে চূড়ান্ত অনুমোদন পেলেই পথে নামবে বাস-মিনিবাস।
পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার জানিয়েছেন, যেহেতু ২০ জন যাত্রী নিয়ে বাস চলবে। মালিকদের যাতে খরচা ওঠে, সে বিষয়টাও দেখতে হবে। যাঁদের বেরতেই হচ্ছে, তাঁদের এটুকু সহযোগিতা তো করতেই হবে।






























































































































