করোনার জের: বিনা নোটিশে ৩৭০০ কর্মী ছাঁটাই উবেরের

0
4

করোনা পরিস্থিতিতে কর্মীদের বেতন কাটা বা ছাঁটাই করা যাবে না। আগেই ঘোষণা করেছিল সরকার। কিন্তু এই নির্দেশিকা আদৌ কটা সংস্থা মানছে! এবার অসংবেদনশীল মনোভাব দেখাল অ্যাপ ক্যাব সংস্থা উবের। তিন মিনিটের ফোন কলে কয়েক হাজার কর্মীকে চাকরি থেকে ছেঁটে ফেলল উবের।

ঘটনা মার্কিন মুলুকের। অ্যাপ ক্যাব সংস্থা উবের দীর্ঘদিন ধরেই লোকসানে চলছে। করোনার থাবায় অবস্থা আরও শোচনীয়। এই পরিস্থিতিতে স্রেফ একটি ফোন কলে ৩৭০০ জনকে ছাঁটাই করল তারা। জানা গিয়েছে, গত সপ্তাহে সান ফ্রান্সিককো থেকে উবরের কাস্টমার কেয়ার হেড রাফিন শাভেল্যু সংস্থার ৩৭০০ কর্মীকে জুম কলের মাধ্যমে ভিডিও কনফারেন্স করেন। ওই কলে জানানো হয়, “ফ্রন্টলাইন কাস্টমার সাপোর্টের পদ বিলোপ করছি। অর্থাৎ আজই শেষ দিন।” এক ধাক্কায় ১৪ শতাংশ কর্মী ছাঁটাই করে অ্যাপ ক্যাব সংস্থা। বিনা নোটিশে এই ছাঁটাইয়ের জেরে ক্ষোভ উগরে দেন কর্মীরা।