‘বাংলায় রাজ্যপালের পদ খালি’, টুইটে কটাক্ষ মহুয়ার

0
2

মুখ্যমন্ত্রীর উদ্দেশে রাজ্যপাল জগদীপ ধনকড়ের একের পর এক পত্রাঘাত এবং কটাক্ষ ভরা টুইটের জবাবে এবার পাল্টা ব্যঙ্গাত্মক টুইট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। নিজের টুইটার হ্যান্ডেল তিনি লেখেন, “বাংলায় রাজ্যপালের পদ খালি রয়েছে”। কারা সেই পদের জন্য আবেদন করতে পারেন তাও আক্রমণাত্মক টুইটে জানান তৃণমূল সাংসদ। তিনি লেখেন,

“বাংলায় রাজ্যপালের পদ খালি রয়েছে। এর জন্য আবেদনকারীর যোগ্যতা –
১. সংবিধান পড়তে পারা।
২. রাজ্য সরকারকে সম্মান ও মুখ বন্ধ রাখতে জানা।
৩. আত্মসম্মান বজায় রাখা এবং নির্লজ্জভাবে রাজনীতি না করা “। এই তিনটি যোগ্যতা থাকলেই রাজ্যপালের পদের জন্য আবেদন করা যাবে বলে টুইটে জানান মহুয়া।
বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে টুইট করেন জগদীপ ধনকড়। তার উত্তরেই মহুয়া মৈত্রের এই টুইট বলে মনে করছেন অনেকেই। এর আগে রাজ্যপালকে দিল্লিতে নিয়ে গিয়ে আইসোলেশনে রাখার কথা বলেছিলেন তৃণমূল সাংসদ।