নিউ জলপাইগুড়িতে এই প্রথম পরিযায়ী শ্রমিকদের নিয়ে পৌঁছল ট্রেন। বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরু থেকে নিউ জলপাইগুড়ি শ্রমিক স্পেশাল ট্রেনটি পৌঁছয়। বিকাল থেকেই প্রশাসন স্টেশন তৈরি রেখেছিল। শ্রমিকদের তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসও হাজির ছিল।
রাত সোয়া ১০টা নাগাদ ট্রেন পৌঁছয় এনজেপি-তে। শ্রমিকরা যাতে সুষ্ঠুভাবে বাড়ি যেতে পারেন তা পর্যবেক্ষণের জন্য স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, বাইরের রাজ্যে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের বাংলায় ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। এই ট্রেনে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে মোট ১৪০০শ্রমিক এসেছেন। এঁদের মধ্যে ১০০০শ্রমিক দক্ষিণবঙ্গের।বাকি উত্তরবঙ্গের। অনেকে মালদহতেও নেমে যান। তবে সকলকে নিজেরদের জেলায় পৌঁছে দেওয়ার জন্য বাসের বন্দোবস্ত করা হয়েছে।
স্টেশন থেকে বের হওয়ার আগে যাত্রীদের মালপত্র স্যানিটাইজ করার পাশাপাশি শ্রমিকদের শারীরিক পরীক্ষাও হয়। কড়া পুলিশি পাহারায় তাঁদের বাসে করে নিয়ে যাওয়া হয়।





























































































































