যোগীর রাজ্যে নয়া কীর্তি

0
2

জঞ্জালে পড়েছিল পিপিই। সেই পিপিই-র মধ্যেই জ্বালানি ভরে টেনে নিয়ে যাচ্ছে দুই শিশু। ঘটনা উত্তরপ্রদেশের আগ্রার। বুধবার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

উত্তরপ্রদেশে করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে আগ্রা। ভিডিওতে দেখা যাচ্ছে, দুই শিশু একটি ব্যবহৃত পিপিই কিটে জ্বালানি ফেলেছে। রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে সেই পিপিই। আগ্রা ক্যান্ট রেলস্টেশনের সামনে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, তাদের বাবা মা-এর সঙ্গে রেলকোয়াটারের কাছে ফুটপাতে থাকে। রাজ্যের এই ছবি সামনে আসায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে ওই দুই শিশু জানিয়েছে, এডিআরডিই ল্যাবরোটরির কাছে একটি জঞ্জাল থেকে ওই পিপিই কিট কুড়িয়ে পেয়েছিল। ওই কিট তাদের বাবা মা দেখতে পেয়ে নালায় ফেলে দেয়। ওই পরিবার মূলত যাযাবর। তাঁরা ভরতপুর থেকে কাজের খোঁজে এসেছিল। কিন্তু লকডাউনের জেরে আগ্রা আটকে যায়।

ওই শিশুদের বাবা ওম প্রকাশ জানান, কাঠ জোগাড় করতে বেরিয়েছিল ওরা। কিন্তু ভুল করে কবরস্থানের দিকে চলে যায়। ব্যাগে ভরা একটি পিপিই কিট দেখতে পায়। কিন্তু ওই জিনিস সম্পর্কে কোনও ধারণা ছিল না তাদের।