রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যানের সঙ্গে আজ, বৃহস্পতিবার বৈঠক করতে চলেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন বেলা তিনটেয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হওয়ার কথা।
করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের পুরসভাগুলির কী ভূমিকা হওয়া উচিত, তা ব্যাখ্যা করবেন ফিরহাদ হাকিম। সেইসঙ্গে ডেঙ্গু মোকাবিলায় ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিতে পারেন তিনি।
পাশাপাশি, পুরবাসীদের সচেতন করে তোলা,এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নাগরিক পরিষেবার কাজ যাতে উন্নতমানের হয়, তার জন্যও নির্দেশ দেবেন পুরসভাগুলিকে। যেসব পুরসভায় ইতিমধ্যে প্রশাসকমণ্ডলী কাজ শুরু করেছে এবং আগামীদিনে যেগুলিতে করবে, সেই পুরসভাগুলির কী করণীয়, সে বিষয়েও আলোচনা হবে এই বৈঠকে।





























































































































