প্যাকেজ ঘোষণার পর সীতারমনের ভূয়সী প্রশংসায় প্রধানমন্ত্রী

0
2

‘আত্মনির্ভর ভারত’ আর্থিক প্যাকেজের প্রথম ধাপ প্রকাশের পর বুধবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদি বলেছেন, “আজকের এই আর্থিক প্যাকেজে মনোবল বাড়াবে শিল্পোদ্যোগীদের”৷

প্রধানমন্ত্রী বলেন, “অর্থমন্ত্রীর আজকের ঘোষণা MSME-গুলিকে নতুন করে শক্তি জোগাবে। এগুলির সমস্যা সমাধানে অনেক সাহায্য করবে। অর্থমন্ত্রীর
ঘোষণা লিক্যুইডিটি বৃদ্ধি করবে, উদ্যোক্তাদের ক্ষমতা বাড়াবে এবং তাঁদের প্রতিযোগিতামূলক মনোভাব জোরদার করবে”।