প্রায় নিশ্চিত। জুন মাস থেকে লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম। উজ্জ্বলা গ্রাহকদের টানা তিন মাস বিনা পয়সায় সিলিন্ডার দিয়েছে এলপিজি সংস্থাগুলি। ভর্তুকি যুক্ত গ্যাস যারা এপ্রিল মাসে নিয়েছেন, তাদের অ্যাকাউন্টে ১৮৯ টাকা ৯৭ পয়সা ঢুকেছে। এই সময় ভর্তুকিহীন গ্যাসের দাম হয়েছে ৫৮৪ টাকা ৫০ পয়সা। মে মাসে আরও ৪৩ পয়সা কমেছে। ফলে মে মাসে গ্যাস কিনলে ভর্তুকি বাবদ কোনও অর্থ ঢুকবে না কারওর অ্যাকাউন্টে। কিন্তু ভর্তুকি বন্ধ হচ্ছে না। পেট্রলিয়াম দফতর সূত্রে খবর, আগামী জুন মাসে লাফিয়ে বাড়বে গ্যাসের দাম। তখন ফের ব্যাঙ্কে পড়বে ভর্তুকির টাকা।