ফের পরিযায়ী শ্রমিকদের মৃত্যু, এবার যোগীর রাজ্য

0
2

মহারাষ্ট্রে ১৬ জন ঘুমন্ত পরিযায়ী শ্রমিকের ট্রেনে কাটা পড়ার ঘটনার কয়েক দিনের মাথাতেই ফের পরিযায়ী শ্রমিকদের মৃত্যু। এবার ঘটনা উত্তরপ্রদেশের লালপুরে। বাড়ি ফিরতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল ৩ পরিযায়ী শ্রমিক-সহ এক শিশুর।

অমেদাবাদ থেকে ৫৪ জন পরিযায়ী শ্রমিককে উত্তরপ্রদেশের বলরামপুরে নিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি ট্রাক। কানপুর-ঝাঁসি জাতীয় সড়ক দিয়ে ফেরার সময় লালপুরের কাছে দুর্ঘটনায় পড়ে ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ছোট্ট শিশু-সহ ৩ পরিযায়ী শ্রমিকের। শুধু তাই নয়, ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪৩ জন। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। কানপুরের লালা লাজপত রাই হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁদের। পাশাপাশি সাইকেলে উত্তরপ্রদেশে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে আরও এক পরিযায়ী শ্রমিকের। বাড়ি ফেরার সময় পথের ধারে বিশ্রাম নিচ্ছিলেন তাঁরা। ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে সেখানেই মৃত্যু হয় মোহন নামে ওই পরিযায়ী শ্রমিকের। তাঁর সঙ্গে থাকা আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।