১৯ মে থেকেই দেশের মধ্যে উড়বে বিমান : এয়ার ইন্ডিয়া

0
2

দেশের মধ্যে বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। দেশের বিভিন্ন স্থান থেকে আটকে পড়েছেন যারা তাদের ফেরানো হবে বলে জানা গিয়েছে। ১৯ মে থেকে ২ জুনের মধ্যে এই বিমানগুলি ওড়ানো হবে।

সূত্রের খবর, এই সফরের খরচ নেওয়া হবে যাত্রীদের থেকে। টিকিং বুকিংয়ের খবর জানা যায়নি। এই বিশেষ বিমানগুলির বেশিরভাগই ছাড়বে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরু থেকে। ১৯ মে চেন্নাই থেকে একটি বিমান যাবে কোচিতে। দিল্লি থেকে ১৭৩টি, মুম্বই থেকে ৪০টি, হায়দরাবাদ থেকে ২৫টি এবং বেঙ্গালুরু থেকে ১২টি বিমান ছাড়বে।

আপাতত বিমান পরিবহণ মন্ত্রকের থেকে অনুমতির পাওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে।