করোনার হানায় বন্ধ এয়ার ইন্ডিয়ার সদর দফতর

0
2

এবার করোনার হানা এয়ার ইন্ডিয়ার সদর দফতরেও। তার জেরে দুদিনের জন্য বন্ধ করা হল দিল্লির অফিস। জানা গিয়েছে, দফতরের এক পিওনের করোনা পজিটিভ। তাই বন্ধ রাখা হয়েছে অফিস। আপাতত বাড়ি থেকেই কাজ করবেন সংস্থার চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর-সহ অন্য কর্মীরা।

এর আগে এয়ার ইন্ডিয়ার ৫ বিমানচালকের করোনা পরীক্ষা করা হয়েছিল। প্রথমে কোভিড-১৯ টেস্ট পজিটিভ আসে। দ্বিতীয়বার পরীক্ষা করলে দেখা যায় রিপোর্ট নেগেটিভ। এয়ার ইন্ডিয়ার কর্মীরা জানান, দিল্লির ওই দফতরে যে কোনও সময়েই কমপক্ষে শ’দুয়েক মানুষ উপস্থিত থাকেন। এই পরিস্থিতিতে তাই অফিস বন্ধ করে জীবাণুনাশক প্রয়োগ করা হচ্ছে। করোনা আক্রান্ত ওই পিওনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর পাশাপাশি সংস্থার এক জন প্রযুক্তিবিদ এবং গাড়িচালকেরও করোনা পজিটিভ বলে জানা গিয়েছে। তাঁদের দু’জনকেই কোয়রান্টাইনে রাখা হয়েছে।