ফের বিতর্ক উস্কে দিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সামরিক শক্তি দিয়ে ভারতের উপর হামলা চালানোর ‘ অনুরোধ ‘ জানালেন।
নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত গ্রামগুলি পরিদর্শন করতে যান ফারুক হায়দার। এরপর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে কঠোর পদক্ষেপ করা উচিত। মৌখিক আলোচনায় কোনও কাজ হবে না। এই মুহূর্তে সামরিক বাহিনীকে ভারতের উপর আক্রমণের নির্দেশ দিন। আপনার ভাইবোনদের নিরাপত্তা কথা ভাবা উচিত আপনার।” কয়েক মাস আগেই বিতর্কিত মন্তব্য করেন রাজা ফারুক। তিনি বলেছিলেন, “জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ জারি রাখা উচিত।”