করোনা আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ

0
2

করোনায় আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। দিনকয়েক ধরে অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার কোভিড -১৯ রিপোর্ট আসে পজিটিভ। একই সঙ্গে করোনা আক্রান্ত তাঁর স্ত্রীও। দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন।

রাশিয়ায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা রাশিয়ায় করোনা আক্রান্ত ২ লক্ষ ৩২ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ২,১১৬ জনের। এর আগে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন সহ তাঁর মন্ত্রিসভার চার সদস্য করোনায় আক্রান্ত হন। এরপরই প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সাময়িক ভাবে সরে দাঁড়ান মিশুস্তিন।

বহু বছর ধরে ভ্লাদিমির পুতিনের সঙ্গে কাজ করছেন দিমিত্রি পেসকভ। রিপোর্ট পজিটিভ আসার পরই হাসপাতালে ভর্তি হন দিমিত্রি। তবে দিমিত্রি করোনা আক্রান্ত হলেও পুতিনের সংক্রমণে সম্ভাবনা নেই। রুশ সংবাদ সংস্থাকে পেশকভ জানিয়েছেন, “প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর শেষ বার দেখা হয়েছিলএক মাসেরও আগে।” ১২ দিন আগে শেষবার দিমিত্রিকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। রাশিয়ায় সংক্রমণ শুরু হওয়ার কিছু দিন পর থেকেই মস্কোর বাইরে একটি বাসভবনে রয়েছেন রুশ প্রেসিডেন্ট।