লকডাউন: হিন্দমোটরে বসল ১ টাকার হাট

0
2

লকডাউনের সময় সাধারণ দিনমজুর মানুষের পাশে দাঁড়ালেন উত্তরপাড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকরা।

রবিবার থেকে শুরু হল ১ টাকার সবজির হাট। যেখানে এক টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে মাছ-সহ দশ রকমের কাঁচা আনাজ। ৪৫০ জন দিনমজুর মানুষের হাতে তুলে দেওয়া হল এই সামগ্রী। সাধারণ মানুষের হাতে এই বাজার তুলে দিতে ১টাকার সবজি হাটে উপস্থিত ছিলেন উত্তরপাড়া শহর তৃণমূলের সভাপতি ইন্দ্রনীল ঘোষ, যুব তৃণমূল সভাপতি সন্দীপ দাস। এই হাটের উদ্যোক্তা সঞ্জয়। সকাল থেকেই এই হাটে ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে লকডাউনের সমস্ত নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করেন সকলে।