রাজ্যে করোনায় নতুন আক্রান্তের সংখ্যার থেকে বেশি সুস্থ হয়ে ওঠার সংখ্যা

0
2

রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা-আক্রান্তের সংখ্যা

১১০ জন৷ পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জন।
রাজ্যে এই প্রথম করোনায় নতুন আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল সুস্থ হওয়া মানুষের সংখ্যা। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন রেকর্ড তৈরি হয়েছে রাজ্যে৷ এক দিনে ৫,০০৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত ৫২,৬২২টি নমুনা পরীক্ষা হয়েছে।নমুনা পজিটিভ হওয়ার হারও কমেছে।

মঙ্গলবার নবান্নে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। ফলে কোমর্বিডিটি-সহ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৫ ।এদিনের তথ্য অনুসারে ১১০ জন আক্রান্ত হলেও আগের দিনের থেকে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। সোমবার রাজ্যে সক্রিয় রোগী ছিলেন ১,৩৭৪। মঙ্গলবার সেটা কমে হয়েছে ১,৩৬৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা ১১৩ জন।
একদিনের হিসেবে এটিই রাজ্যে সর্বাধিক সুস্থতার সংখ্যা। এর ফলে সুস্থ হওয়া মানুষের সংখ্যা পৌঁছে গিয়েছে ৬১২। স্বরাষ্ট্রসচিব এ দিন জানিয়েছেন, রাজ্যে সুস্থতার হার এখন ২৮ % পৌঁছে গিয়েছে। রবিবার সুস্থতার হার ছিল ২১ %, সোমবার সেটা কিছুটা বেড়ে হয় ২৪ %। নমুনা পরীক্ষা পজিটিভ হওয়ার হার আরও কমেছে।
এই মুহুর্তে পজিটিভ হওয়ার হার ৪.১২% -এ নেমে এসেছে।