রবিবার শেষ হচ্ছে দেশ জুড়ে চলা লকডাউনের তৃতীয় পর্যায়। তার আগে মঙ্গলবার রাত আটটায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবারই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন তিনি। সেখানে অনেক মুখ্যমন্ত্রীই লকডাউন বাড়ানোর পক্ষে সওয়াল করেন বলে সূত্রের খবর। সেই দাবি মেনে ১৭ তারিখের পরে লকডাউন আরও বাড়ানো হবে? না কি বিভিন্ন ক্ষেত্র বন্ধ করে রেখে, লকডাউন তুলে নেওয়া হবে সে বিষয়ে মঙ্গলবার রাতেই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।






























































































































