রাজ্য কী চায়? ১৫ তারিখের মধ্যে মোদিকে জানাবেন মুখ্যমন্ত্রীরা

0
2

লকডাউনে প্রতিটি রাজ্য তাদের স্ট্র‍্যাটেজি ঠিক করে আমাকে ১৫ মে’র মধ্যে জানাক। তারপর কেন্দ্র লকডাউন বৃদ্ধি বা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেবে। সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ কথাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে রাজ্যকে লকডাউনের প্রশ্নে সিদ্ধান্ত নিতে স্বাধীনতা দেওয়ার বিষয়টি প্রথম উত্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তার সঙ্গে সুরে সুর মেলানো পাঞ্জাব, কেরল, ছত্রিশগড় ও ওড়িশার মুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী বারবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তার রাজ্যে ট্রেন ও বিমান পরিষেবা বন্ধ রাখার জন্য। পাশাপাশি কেন্দ্রের প্যাকেজ অবিলম্বে চেয়েছেন তিনি। পরে তার সুরে সুর মেলান তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীরা।