মুখ্যসচিবকে নিয়ে বাবুলের বিতর্কিত টুইটের তদন্তের দাবি করলেন দিলীপ

0
4

রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে নিয়ে সম্প্রতি টুইটে একটি বিতর্কিত ছবি পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। যা নিয়ে নেটিজেনদের মধ্যে পক্ষে-বিপক্ষে প্রবল ঝড় ওঠে। তারপর কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যে ছবি বাবুল পোস্ট করেছেন, তা সম্পূর্ণ “ফেক”।

আজ, সোমবার সেই বিষয়ে প্রতিক্রিয়া দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “পোস্টটি আমিও দেখেছি। ঠিক কী ভুল জানি না। পুলিশ তদন্ত করে দেখুক সেই ছবির সত্যাসত্য। তবে আমার মনে হয় না, একজন দায়িত্বশীল মন্ত্ৰী হিসেবে অসত্য ছবি পোস্ট করবেন বাবুল। আর রাস্তার যে কেউ তার নামে এফ আই আর করে দেবে। পুলিশের উচিত আগে ছবিটি তদন্ত করে দেখা।”

দেখুন ভিডিও…