শ্রমিক স্পেশালেও সোশ্যাল ডিসট্যান্স চুলোয় গেল!

0
2

টিভির বিজ্ঞাপন থেকে ‘মন কি বাত’, কোনও কিছুতেই বাকি ছিল না। বারবার প্রধানমন্ত্রী বলেছেন, সোশ্যাল ডিসট্যান্স বা সামাজিক দূরত্ব বজায় রাখুন। লকডাউনের ৪৮ দিনের মাথায় সে সব “তত্ত্বকথা” আস্তাকুঁড়ে ফেলে দিয়ে রেল দফতর জানিয়ে দিল শ্রমিক স্পেশাল ট্রেনগুলিতে এতদিন ১২০০ জনকে আসার ছাড়পত্র দেওয়া হচ্ছিল। এক্ষেত্রে বাদ দেওয়া হচ্ছিল মাঝের বার্থ। কিন্তু এবার জানিয়ে দেওয়া হল, ট্রেনে এবার থেকে ফিরবেন ১৭০০ যাত্রীই। অর্থাৎ মাঝের বার্থও এবার থেকে ফাঁকা রাখা হবে না। পরিণাম কী হবে তা ভবিষ্যৎই বলবে। কিন্তু সোশ্যাল ডিসট্যান্সের কী হবে, তার উত্তর কে দেবে!