করোনা পরীক্ষা নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের। সোমবার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ১৭ দিন হোম আইসোলেশনে থাকার পরে যদি জ্বর বা কোভিড ১৯ ভাইরাস সংক্রমণের অন্যান্য উপসর্গ না থাকে, তাহলে সেই ব্যক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। তাঁর আর পরীক্ষা করানোর প্রয়োজন নেই।
এই নির্দেশিকার পরেই চিকিৎসক মহলে আশঙ্কা দেখা দিয়েছে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে করোনা আক্রান্তদের মধ্যে কোনো উপসর্গ থাকছে না। সে ক্ষেত্রে হোম আইসোলেশন থেকে বেরিয়ে আসা উপসর্গহীন ব্যক্তির যে সংক্রমণমুক্ত সেটা বুঝতে পরীক্ষায় একমাত্র পথ। কিন্তু সেই রাস্তা বন্ধ হওয়ার মুখে। বিশেষজ্ঞ মহলের মতে, কিটের অপ্রতুলতা ঢাকতেই নির্দেশ জারি করেছে কেন্দ্র।





























































































































