ভিন রাজ্যে কাজে গিয়ে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কেন্দ্রীয় সরকার তথা রেল মন্ত্রক কতটা তৎপর সেই বিষয়টি স্পষ্ট করলেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল।
রবিবার রেলমন্ত্রী জানিয়ে দেন, রাজ্যগুলির সহযোগিতা পেলে এই কাজে রেল ঝাঁপিয়ে পড়বে। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ইতিমধ্যেই রেলমন্ত্রক রোজ ৩৫০টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে। যার ফলে দেশজুড়ে সাড়ে ৩ লক্ষেরও বেশি শ্রমিক ঘরে ফিরেছেন বলে দাবি করেন রেলমন্ত্রী।
রেলমন্ত্রীর আরও দাবি, রাজ্যগুলি চাইলে এখন থেকে প্রতিদিন ৩০০টি করে ট্রেন চালাতে তৈরি রেল মন্ত্রক। যাতে করে ৩ থেকে ৪ দিনের মধ্যে বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা নিজেদের ঘরে ফিরতে পারবেন।































































































































