মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে বিজেপির কুৎসিত হ্যাশ ট্যাগ

0
2

করোনাযুদ্ধের মধ্যে হঠাৎ কুরুচিকর সস্তা রাজনীতি। মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে সব পোস্টে নতুন হ্যাশ ট্যাগ করেছে বিজেপি-” ভয় পেয়েছে মমতা।” করোনাযুদ্ধ নিয়ে বিতর্ক থাকতেই পারে, সমালোচনা বা ভিন্নমত হতেও পারে, কিন্তু তাই বলে এতো সস্তা একটি শ্লোগান এই সময়ে? বিজেপির নেতাদের টুইটে এটি দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে বিজেপি এটা নিয়ে চর্চা চায়। তৃণমূল স্বাভাবিকভাবেই যথাযথ জবাব দিয়েছে। বিজেপিতেও সবাই এতে একমত নন। এই শিবিরের মতে, এসব করলে মানুষ বিরক্ত হন। রাজ্য সরকারের সমালোচনা আর এইসব সস্তা কাজকর্ম এক নয়।