তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

0
2

ফের বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। শনিবার উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এর জেরে ভারী বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্যে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আন্দামান সাগরে নিম্নচাপ ঘূর্ণাবর্তের শক্তি হারিয়েছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে। এর জেরে ভারী বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্যে।

কালবৈশাখী সম্ভাবনার কারণ, পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়ার সঙ্গে পূবালী গরম হওয়ার সংঘাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জোড়া ঘূর্ণাবর্তের টানে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবেই বজ্রগর্ভ মেঘও তৈরি হচ্ছে।

হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যের কোথাও কোথাও শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা বেশি রয়েছে। শনিবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায়। শনিবার উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।