রক্ষণাবেক্ষণের কাজের জন্য দক্ষিণ কলকাতার টালিগঞ্জের করুণাময়ী ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। শনিবার কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
সেখানে জানানো হয়েছে, আগামী ১১ মে সকাল ৯টা থেকে ১৪ মে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে করুণাময়ী ব্রিজ। এই ব্রিজ বন্ধ থাকলেও যাতে ঘুরপথে মানুষ যাতায়াত করতে পারেন, তার জন্য বিকল্প রোড ম্যাপও তৈরি করা হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ করবে কেএমডিএ।