ভারতের করোনা পরিস্থিতি খুব খারাপ হবে না ধরে নিয়েও সব প্রস্তুতি নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

0
2

করোনাভাইরাসের বিশ্ব মহামারিতে ভারতের অবস্থা পৃথিবীর বহু উন্নত দেশের চলতি পরিস্থিতির মত ভয়ঙ্কর খারাপ হবে না বলে আশাবাদী কেন্দ্র। তবু সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছে সরকার। শনিবার ভারতের করোনা পরিস্থিতি পর্যালোচনা করে একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন। তিনি বলেন, এই বিশ্ব মহামারির প্রকোপে পৃথিবীর অনেক দেশের অবস্থাই সঙ্কটজনক। এক একটা শহর যেন মৃত্যুপুরী। এমন পরিস্থিতি ভারতে হয়নি। কেন্দ্রের আশা, তেমনটা হবেও না। তবু সরকার সবচেয়ে খারাপ যা হতে পারে তার জন্যও তৈরি রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মহামারি চরম আকার নিলেও তা মোকাবিলার প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

শনিবার সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, অনেক উন্নত দেশে যে পরিস্থিতি হয়েছে তেমনটা আমাদের দেশে হবে না জানা সত্বেও সবরকমের খারাপ অবস্থা মোকাবিলার জন্য আমরা তৈরি আছি। একইসঙ্গে তিনি বলেন, দেশে এখন কোভিড-১৯ আক্রান্তদের মৃত্যুর হার ৩.৩ শতাংশের আশপাশে। একই সঙ্গে সুস্থতার হারও বেড়ে ২৯.৯ শতাংশ হয়েছে। মন্ত্রীর কথায়, এটা খুব ভাল লক্ষণ। গত তিনদিনে ডাবলিং রেট হয়েছে ১১ দিন আর গত সাত দিনের হিসেব ধরলে সেটা ৯.৯ দিন।