মুখ্যসচিবের ব্যক্তিগত ছবি দিয়ে ভুল কুরুচিকর পোস্ট বাবুলের

0
2

সোশ্যাল মিডিয়ায় ছবিটি শুক্রবার থেকে ঘুরছে।

একটি ঘরোয়া আসর। কয়েকজন পান করছেন, দেখে মনে হচ্ছে মদ।
তার মধ্যে একজন মুখ্যসচিব রাজীব সিনহা।

আমরা ছবিটি দেখেছি। পেয়েছি।
এটি আসল না নকল, খোঁজ নিইনি।
কারণ আমরা প্রকাশ করতাম না।

প্রকাশ করতাম না এইজন্য যে মদ্যপান অপরাধ নয়। এবং সেটাও ঘরোয়া আসরে।
ঐ ছবি যদি আসলও হয়, তাতেও কী আসে যায়? একজন আইএএস মদ খেতে পারবেন না? এটা কোনো কথা হল?

কিন্তু বাবুল সুপ্রিয় এই ছবি দিয়ে টুইট করেছেন।
তিনি লিখেছেন মুখ্যসচিবের সঙ্গে পানের আসরে আছেন মুখ্যমন্ত্রীর এক ভাই।

এখন কথা হল, যাকে ইঙ্গিত করা হচ্ছে ঐ ছবির ব্যক্তি সেই কার্তিক কি না, সেটাই স্পষ্ট নয়। অনেকে বলছেন, লোকটি আদৌ কার্তিক নন। কেউ বলছেন, যদি কার্তিকও হন, ক্ষতি কী? কোনো পরিচিতরা কাজের বাইরে যদি একান্তে বসেন, দোষ কোথায়? এদিকে ছবিতে থাকা মহিলাদের মধ্যে একজনও কার্তিকের স্ত্রী নন।

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল টুইটে লিখেছেন,” I had to delete the First post (এর আগের পোস্টটা ডিলিট করে দিতে হলো কারণ অনেকে ভুল
বুঝছে, many are misunderstanding it আর উল্টোপাল্টা comment করছে !!
কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি নিয়ে নোংরামি করার মানসিকতা বা রুচি আমার নেই কিন্তু Identifying the ‘characters’ in this super-viral picture is important because it is WB Govts top Bureaucrat, the Chief Secretary’s picture with Honble CM’s brother Kartik Banerjee !! পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আর মুখ্যমন্ত্রীর ভাইকে এই ছবিটিতে একসাথে দেখা যাচ্ছে !!
I am not releasing a secret photograph.. BJP has not shot this on a SpyCam in a Sting operation !! বিজেপি কোন গোপন ক্যামেরাতে এ ছবিটি তোলেনি !! সকাল থেকেই এই ছবিটি ভাইরাল and I am asking a pertinent question!!

Don’t be Juvenile..

Everyone has the right to have a drink or get drunk but the legitimacy given their identities is why questions will and are being asked !!
মাননীয়া মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক ব্যানার্জী চিফ সেক্রেটারীর সাথে ড্রিংক করছেন কেন এই প্রশ্ন উঠবেনা?
“Caesar’s wife should be above suspicion” & let’s understand that Chief Seccretary in State is expected to be that ‘Caesar’s Wife”

তৃণমূল – দিদি – CS বলতেই পারেন এটা ভুয়ো
ছবি !! আর কিছু বলছি না
শেষে একটি জিনিস খালি বলবো – হুইস্কির সাথে কোনো ছবি থাকা কিন্তু অপরাধ নয় তাই ওই নিয়ে যারা মুখ্যসচিবকে কুকথা বলছেন তার সাথে আমি একমত নই ! তৃণমূলের সাথে ওনার কোনো অশুভ আঁতাত আছে কিনা প্রশ্ন সেটাই !!
Nothing More Nothing Less”

বাবুল যাই বলুন, একেবারে ব্যক্তিগত মুহূর্তের পোস্ট দিয়ে তিনি কুরুচিকর কাজ করেছেন।

আমরা এই টুইট অগ্রাহ্য করলাম না। কারণ ইতিমধ্যেই প্রচারিত। কিন্তু এই ব্যক্তিগত পর্যায়ের কুৎসিত পোস্ট ও প্রচারের বিরোধিতা করলাম। এ বিষয়ে মুখ্যসচিবকে সমালোচনা করতে আমরা নারাজ।