রেড জোন হাওড়াতেই একসাথে করোনা-মুক্ত ৩৬

0
2

শুধু অসুখের খবর নয়, খবর আছে সুস্থতারও। রেড জোন হাওড়াতেই করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন। ফুলেশ্বরের সঞ্জীবনী হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার দুপুর থেকে দফায় দফায় তাঁদের বাড়ি পাঠানো হয়েছে।
ফুলেশ্বর সঞ্জীবনী হাসপাতাল থেকে কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাসপাতালের অধিকর্তা শুভাশিস মিত্র বলেন, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা সেখানে অক্লান্ত পরিশ্রম করছেন। হাসপাতালে নিরাপত্তা বলয় রয়েছে চারটি স্তরে।
করোনা মুক্তদের বাড়ি পাঠিয়ে দিলেও বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে তাঁদের চলতে হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। তাঁদের কী ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত তার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সঞ্জীবনীর ব্যবস্থাপনা, চিকিৎসা ও পরিকাঠামোয় খুশি করোনা লড়াইয়ে জয়ীরাও।