অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার রফতানি নিষিদ্ধ করলো কেন্দ্র

0
2

অ্যালকোহল আছে এমন হ্যান্ড স্যানিটাইজার এক্সপোর্ট বন্ধ করে দিল ভারত সরকার। শুধু অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজারই নয়, এটা বানাতে যে সমস্ত উপকরণ লাগে, তার রফতানিও বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র। ফরেন ট্রেড (ডেভলপমেন্ট ও রেগুলেশন) ১৯৯২ আইন অনুযায়ী কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে।

করোনা থেকে বাঁচতে আগাম সতর্কতা আর পরিচ্ছন্নতাই অন্যতম উপায়। সে কারনেই বিশেষজ্ঞরা বার বার ভাল করে সাবান দিয়ে হাত, মুখ ধুতে বলছেন। বাইরে বেরলে নাক, মুখ মাস্কে ঢাকতে বলছেন। যেখানে হাতের কাছে জল পাওয়ার উপায় নেই, সেখানে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভাল করে জীবানু মুক্ত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একারনেই এখন অনেকটাই বেড়ে গিয়েছে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার।
বিশেষজ্ঞদের বক্তব্য, যে কোনও সাধারন হ্যান্ড স্যানিটাইজারে ঠিকঠাক কাজ হবে না। ব্যবহার করতে হবে এমন সব হ্যান্ড স্যানিটাইজার যেগুলিতে অ্যালকোহলের মাত্রা বেশি থাকে। যে সব হ্যান্ড স্যানিটাইজারে ৬০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকে শুধুমাত্র সেগুলিই এই পরিস্থিতিতে আমাদের হাত জীবানু মুক্ত করতে সক্ষম। বাজারে এখন প্রায় অমিল হ্যান্ড স্যানিটাইজার। শুরু হয়ে গিয়েছে কালোবাজারিও। নকল হ্যান্ড স্যানিটাইজারও বিক্রি হচ্ছে৷ সেই পরিস্থিতিতে কেন্দ্রের এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ৷