ঔরঙ্গাবাদের দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যুতে ক্ষুব্ধ রাহুল

0
3

ঔরঙ্গাবাদে মালগাড়ির চাকায় পিষ্ট হয়ে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিজের টুইটার হ্যান্ডেল তিনি লেখেন, তাঁর শ্রমিক ভাই-বোনেদের মৃত্যু খবরে তিনি হতবাক। দেশজুড়ে শ্রমিক ও মজুদের সঙ্গে সরকার যে আচরণ করছে তা লজ্জাজনক বলে মন্তব্য করেছিলেন রাহুল। তিনি বলেন, পরিযায়ী শ্রমিকরা দেশ গঠনের নির্মাতা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন রাহুল গান্ধী।