ঔরঙ্গাবাদে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঔরঙ্গাবাদের কর্মাদ এলাকায় ভোররাতে মালগাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু হয় ১৬ জন শ্রমিকের।
প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রেল দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত।” তিনি টুইটে আরও জানান, তিনি রেলমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি। পরিস্থিতি মোকাবিলা করতে সব রকম সাহায্য দেওয়া হচ্ছে।
সাউথ সেন্ট্রাল রেলওয়ের এক কর্তা জানিয়েছেন, ঔরঙ্গাবাদের কর্মাদ এই দুর্ঘটনা ঘটে। মালবাহী একটি ওয়াগনের খালি রেক পরিযায়ী শ্রমিকদের ওপর চলে যায়। তাতেই এই দুর্ঘটনা ঘটে।































































































































