আবার গ্যাস লিক। আবার আতঙ্ক। বিশাখাপত্তনমে এলজি পলিমার্স কারখানায় বৃহস্পতিবার গভীর রাতে ফের গ্যাস লিক শুরু হয়। লিক হয়ে যাওয়া ট্যাঙ্কার থেকে ফের গ্যাস লিক হয়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, দমকল এবং নৌবাহিনীর কর্মীরা চলে আসেন। ২ মিটার এলাকা পর্যন্ত নজরদারি শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত নতুন করে অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে বিষাক্ত স্টাইরিস গ্যাসে প্রায় ১৭০০ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মৃত্যু হয়েছে ১৫ জনের।