পরিযায়ীদের ঘরে ফিরতে যেভাবে আবেদন করতে হবে

0
2

পরিযায়ীদের ঘরে ফেরাতে এবং বাংলা থেকে তাদের রাজ্যে পৌঁছে দিতে নতুন নোটিশ দিল রাজ্য সরকার। কী কী করতে হবে এক নজরে দেখে নিন…

১. হোয়াটসঅ্যাপ নম্বর ৮০১৭৮৪৫৫৫৫

২. হোয়াটসঅ্যাপ নম্বর মোবাইলে সেভ করে লিখুন Hi

৩. বাড়ি ফেরার পাসের জন্য কম্পিউটার জেনারেটেড পাসের জন্য আবেদন করুন
http://covidwbgov.in/exit/aspx/signin.aspx

৪. যারা নিজেরাই ব্যবস্থা করে ফিরতে চান, তাঁরা পাস পেতে আবেদন করুন
http://covidwbgov.in/entry/aspx/signin.আস্পক্স

entry পাসের ক্ষেত্রে ছোট গ্রুপ বলতে সর্বোচ্চ ৪জনকে শর্তে পাস দেওয়া হবে
বড় গ্রুপের ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে

৫. কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন এই নম্বরে : ০৩৩-২২১৪ ৩৫২৬ ও ০৩৩-২২১৪ ১৯৯৫