বাবার মৃত্যু করোনায়, ছেলের প্রাণ যাওয়ার জোগাড় ১৮লাখের বিল দেখে

0
2

করোনায় আক্রান্ত ৭৪বছরের এক বৃদ্ধের মৃত্যু। ছেলে জানায়, তাঁর বাবার করোনার রিপোর্ট পজিটিভ আসার পর সবাই ছিলেন কোয়ারেন্টাইনে।

৩১ মার্চ বৃদ্ধকে মুম্বইয়ের জুহুর নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সঙ্কটজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় সেখানে। ওই বৃদ্ধের শরীরের বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। সেই কারণে তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে। এরপর ১৫ এপ্রিল তিনি মারা যান ওই হাসপাতালে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ছেলের হাতে ১৮লাখ টাকার বিল ধারায়। বিল দেখে ছেলের প্রাণ যাওয়ার জোগাড়। করোনার চিকিৎসায় খরচ হয়েছে ২ লক্ষ ৮০হাজার টাকা। ওষুধ ও আইসিসিইউ-র জন্য খরচ হয়েছে ৮ লক্ষ ৬০হাজার টাকা। এরপর রয়েছে আরও আনুষাঙ্গিক খরচ। এমনকী মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে খরচ হয়েছে ৮হাজার টাকা।