সব জল্পনার অবসান। আনুষ্ঠানিকভাবে কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ার পার্সন নিযুক্ত করা হল বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম। বিশেষ আইন “রিমুভ্যাল অফ ডিফিকাল্টিস অ্যাক্ট” প্রয়োগ করে ফিরহাদ হাকিমকেই মুখ্য প্রশাসক করা হলো। তাঁকে পুরসভার কাজ চালিয়ে যাওয়ার কথা বলা হয়। আজ, বুধবার রাজ্য নগর উন্নয়ন দফতর থেকে এক বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করা হয়।
কলকাতা পুরসভার জন্য মোট ১৪ জনের একটি “বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর” বা প্রশাসক মণ্ডলী গঠন করেছে নবান্ন। মেয়র ফিরহাদ হাকিম-সহ ডেপুটি মেয়র অতীন ঘোষ ও বর্তমান তৃণমূল বোর্ডের সমস্ত মেয়র পারিষদরাই রয়েছেন সেই বোর্ডে। ফিরহাদ হাকিমকে সেই বোর্ডের চেয়ার পার্সন করা হয়েছে।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী-সুপ্রাচীন কলকাতা পুরসভার ইতিহাস বদলে দিয়েছে মারণ ভাইরাস কোভিড-১৯। করোনার জেরে সঠিক সময়ে নির্বাচন না হওয়ার দরুণ কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথমবার বসতে চলেছেন প্রশাসক। আগামী ৮ মে থেকে মেয়র ফিরহাদ হাকিম থেকে প্রশাসক ফিরহাদ হাকিমের অধীনে চলে যাবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন।
আগামী ৭ মে মেয়র হিসেবে মেয়াদ ফুরাবে ফিরহাদ হাকিম এবং তৃণমূল পরিচালিত বর্তমান পুরবোর্ডের। তারপরই প্রশাসকের মাধ্যমে পুরসভার কাজকর্ম পরিচালিত হবে।
কলকাতা পুরসভার আইন অনুযায়ী প্রশাসক বসানো যায় না। কিন্তু করোনা সঙ্কটের এই কঠিন পরিস্থিতির মধ্যে কাজ চালাতে কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর পথেই হাঁটতে হল রাজ্য সরকারকে। যেখানে প্রশাসকের দায়িত্ব নেবেন বিদায়ী মেয়র। অর্থাৎ, সবকিছুই আগের মতোই চলবে, শুধু পদের পরিবর্তন হবে।





























































































































